আজ সকালে ডাক্তার আমাকে হাসপাতাল থেকে বাড়ি যেতে বলল। আমার বাবা হাসপাতালের একটা এমবুলেন্স নিয়ে আমাকে বাড়ি নিয়ে এলো। আমি নানা ভাইয়ার কোলে করে হাসপাতালের ছয় তলার ৬০২ নম্বর রুম থেকে সিড়ি দিয়ে
নেমে এমবুলেন্সে উঠলাম। আধা ঘন্টার মধ্যে আমার নানা ভাইয়ের ৩৩৫- পশ্চিম পীরেরবাগ, মিরপুর, ঢাকা-১২১৬ ঠিকানার বাড়িতে এলাম। প্রথমে বড় বাবার (আমার নানা ভাইয়ের বাবা) সাথে আমার দেখা হলো। পরে আমার নানা নানু যে ঘরে থাকেন সেই ঘরে আমাকে শোয়ান হলো। সকালেই নানা ভাই আর নানু এই ঘর আমার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল।
বিকেলে নানু আর বড় খালামনি তুহিন মামাকে দিয়ে মিষ্টি আনিয়ে পাড়ার সকল প্রতিবেশিদের মিষ্টি মুখ করাল।
No comments:
Post a Comment